সিরিজে প্রথম জয় ওয়েস্ট ইন্ডিজের

পুনে, ২৭ অক্টোবরঃ সিরিজে প্রথম জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে ভারতের কাছে হার, দ্বিতীয় ম্যাচে ড্র-য়ের পর আজ ৪৩ রানে বিরাট ব্রিগেডের কাছে জিতল উইন্ডিজ। স্যামুয়েলসের বলে পুল করতে গিয়ে বোল্ড বিরাট। পরপর তিনটি ওডিআইয়ে সেঞ্চুরি হাঁকিয়ে একমাত্র ভারতীয় হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড গড়েও শেষরক্ষা হল না। ক্যারিবিয়ানদের কাছে ৪৩ রানে হারল কোহলি ব্রিগেড।

প্রথমে ব্যাট করে ২৮৩ রান তোলে উইন্ডিজ। উইন্ডিজ ব্যাটিংকে খাদের কিনারা থেকে টানেন সাই হোপ ও নার্স। হোপের সংগ্রহ ৯৫ রান। শেষদিকে ২২ বলে ৪০ রানের ক্যামিও ইনিংস খেলেন নার্স।
হতাশ করেছেন ভুবনেশ্বর কুমার। ১০ ওভারে ৭০ রান দিয়েছেন তিনি। ইনিংসের ৪৯তম ওভারে ভুবনেশ্বর ২১ রান দেন। নির্ধারিত দশ ওভারে ৩৫ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছেন বুমরা।

আজ রান তাড়া করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। কোহলিকে কেউই যোগ্য সঙ্গত দিতে পারেননি আজ। পন্থ থেকে ধোনি সকলেই হতাশ করেছেন। একদিনের দলে ধোনির ভবিষ্যত নিয়েও উঠে গেল প্রশ্ন। ফর্মে নেই প্রাক্তন ভারত অধিনায়ক।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AulD4T

October 27, 2018 at 11:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top