পৃথ্বীর রাজকীয় অভিষেকে রাজকোটে রাজ ভারতের

(ভারতঃ ৩৬৪/৪)
রাজকোট, ৪ অক্টোবরঃ  রাজার খেলায় রাজকীয় অভিষেক।
বিস্ময় বালক থেকে বিস্ময় তারকা। রাজকোটের অভিষেক মঞ্চেই নতুন চ্যাম্পিয়নের আগমন বার্তা পৃথ্বী শা-র ব্যাটে। প্রথম টেস্টের স্মরণীয় মুহূর্তকে সাজিয়ে রাখলেন শতরানের আলোয়।  চা পানের আগে আউট হয়ে যখন ফিরলেন, পৃথ্বীতে মজে গোটা ক্রিকেট বিশ্ব।
নতুন ওপেনিং জুটির লক্ষ্যে লোকেশ রাহুলের সঙ্গে পৃথ্বীর অভিষেক। ১৫৪ বলে ১৩৪ রান। ৯৯ বলে সেঞ্চুরি। প্রথম ওভারে লোকেশ রাহুল আউটের পরও, চাপের লেশমাত্র পাওয়া গেল না। বরং বাহারি শট, চাপমুক্ত ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকেই ব্যাকফুটে ঠেলে দিলেন।
প্রথম দিনেই চালকের আসনে ভারত। ৪ উইকেট খুইয়ে ৩৬৪। ২৪তম টেস্ট সেঞ্চুরির গন্ধ নিয়ে বিরাট খেলছেন ৭১ রানে। সঙ্গী ভারতীয দলের ইয়ং ব্রিগেডের অন্যতম সদস্য ঋষভ পন্থ (১৭)।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Nne972

October 04, 2018 at 09:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top