বিমানবন্দরে ঢুকতে আপনার মুখই আপনার পরিচয় হতে চলেছে

নয়াদিল্লি, ৪ অক্টোবরঃ আরও সহজ হচ্ছে বিমানযাত্রা। ২০১৯ সালের মধ্যেই চালু হচ্ছে নয়া পদ্ধতি। কারণ ডিজিটাল পেপারলেস বিমানযাত্রার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। এতে থাকবে মুখমণ্ডলের বায়োমেট্রিক তথ্য। যাত্রীদের তৈরি করতে হবে ওই ডিজি যাত্রা আইডি। বলা হয়েছে বিমানবন্দরে ঢুকতে গেলে কোনো আই কার্ড লাগবে না। যাত্রীর মুখ স্ক্যান করেই মিলবে পরিচয় পত্র। এমনই নিয়ম চালুর ভাবনা চিন্তা করছে দেশের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

এর নাম ডিজি যাত্রা আইডি। জানা গিয়েছে, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে ডিজি যাত্রা আইডি চালু করা হবে। এই টেকনোলজি মূলত কাজ করবে ফেস রিকগনাইজেশন বায়োমেট্রিক সফটওয়্যারের মাধ্যমে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী সুরেশ প্রভু জানান, আধুনিক ও ভবিষত্যের কথা ভেবেই এই পদক্ষেপ করা হচ্ছে।

তবে যাত্রীরা টিকিট কাটার সময়ে বায়োমেট্রিক আইডি দিয়ে নিজের পরিচয় দেবেন নাকি অন্য কোনও শংসাপত্র দেখাবেন তা বেছে নিতে পারবেন যাত্রী নিজেই।

আপাতত দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে পেপারলেস বায়োমেট্রিক সেল্ফ বোর্ডিং টেকনোলজি চালু হতে চলেছে। এরপর তা চালু করা হবে বারাণসী, বিজয়ওয়াড়া, পুনে ও কলকাতায়। এই পদ্ধতিতে মুখের ছবি স্ক্যানারে পড়ার সেটিকে কয়েক হাজার ভাগে ভাগ করা হয়। তারপর সেটি মূল ছবির সঙ্গে মিলিয়ে দেখা হয়। ফলে কারও মাথায় যদি কোনও আঘাতের কারণে কোনও ব্যান্ডেজও থাকে তাহলেও তা চিনে নিতে পারে স্ক্যানার।

কোনো যাত্রী যখন প্রথমবার বিমানবন্দরে যাবেন, তখনই অত্যাধুনিক ক্যামেরায় তাঁর ছবি তুলে রাখা হবে। সেই সঙ্গে যোগ করা হবে তাঁর সম্পর্কে নানা তথ্য।

পরের বার থেকে যখন তিনি বিমানবন্দরে যাবেন, তখন আগের তোলা সেই ছবি ও তথ্যই তাঁর পরিচয়পত্র হিসেবে কাজ করবে। ফলে বোর্ডিং পাসের জন্য আলাদা করে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না তাঁকে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2O6qKRp

October 04, 2018 at 09:52PM
04 Oct 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top