ঢাকা, ২২ অক্টোবর- বদলাচ্ছে সময়, বদলে যাচ্ছে দেশ। সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে মানুষের রুচি বোধ আর চাহিদা। বদল ঘটে মানুষের চিন্তা ধারার, বদল ঘটে অভ্যাসের। আবার কিছু অভ্যাস থেকে যায় যা সময় পরিবর্তন করতে ব্যর্থ হয়। আপনি বদলালে হয়তো বদলে যাবে দেশ। এমনই কিছু বদলে যাওয়ার গল্প বলছে বিডি ক্লিন নামে একটি ফেসবুক পেইজ। শুরু হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। গতকাল রবিবার মিরপুরে অনুষ্ঠিত হয় প্রথম ম্যাচ। ম্যাচ চলাকালীন সময়ে দুজন ছেলে গ্যালারীতে ময়লা পরিষ্কার করেন। এমনই কিছু খন্ড ভিডিও ও ছবি শেয়ার করে বিডি ক্লিন ফেসবুক পেইজ। সেখানে দেখা যায় দুজন ছেলে গ্যালারীর বিভিন্ন স্থানে পড়ে থাকা ছেঁড়া কাগজ, খালি পানির বোতল, পোস্টার এসব ময়লা পরিষ্কার করছে। তাদের দুজনের কেউ পরিচ্ছন্ন কর্মী নন। বিডি ক্লিনে শেয়ার হওয়া ভিডিও ও ছবিতে অনেকেই মন্তব্য করে তাদের প্রশংসা করেছেন। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৮ উইকেটে তোলে ২৭১ রান। জবাবে জিম্বাবুয়ে ৯ উইকেটে ২৪৩ করে। বাংলাদেশ ২৮ রানে জয় পায়। তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পান ইমরুল কায়েস। তার ব্যাট থেকে আসে ১৪৪ রান। আর তার সেঞ্চুরি উৎসর্গ করেন নবাগত পুত্র সন্তানকে। আরএস/ ২২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2POceuj
October 23, 2018 at 12:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top