কলকাতা, ২২ অক্টোবর- কাউন্সিলরদের সঙ্গে কত জন লোক ঘুরছেন, তাঁদের মাইনে কে দিচ্ছে, এই সব তথ্য কলকাতা পুরসভার কাছে জানতে চাইছে পুর ও নগরোন্নয়ন দফতর। শুধু কাউন্সিলরদের কাছের লোকই নন, পুরসভার কোন দফতরে কত জন কর্মী রয়েছেন, তাঁদের কাজ কী, তা-ও বিস্তারিত ভাবে জানতে চাওয়া হয়েছে দফতরের তরফে। প্রশাসন সূত্রের খবর, যে ভাবে গত কয়েক বছরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাছের লোকদের চাকরি পাইয়ে দিয়েছেন কাউন্সিলরদের একাংশ, তাতে ক্ষুব্ধ রাজ্য সরকার। তাই এ বার ইচ্ছেমতো লোক নিয়োগে রাশ টানতে চলেছে দফতর। ইতিমধ্যেই এ সংক্রান্ত নির্দেশিকা পুরসভায় এসে পৌঁছেছে। প্রশাসন সূত্রের খবর, কাউন্সিলরদের ইচ্ছেমতো লোক-নিয়োগের ফলে সার্বিক ভাবে আর্থিক অচলাবস্থা তৈরি হতে পারে। এমনই আশঙ্কা প্রশাসনিক কর্তাদের একাংশের। কারণ, পুরসভার স্থায়ী পদের (স্যাংশনড পোস্ট) বেতনের জন্য পুরো টাকা রাজ্য সরকারই দেয়। অস্থায়ী ও চুক্তি ভিত্তিক লোকের মাইনে বাবদ অর্থ পুর ভাঁড়ার থেকেই দেওয়া হয়। ফলে কাউন্সিলরদের সুপারিশে যে সংখ্যক লোক অস্থায়ী ভাবে নিয়োগ হচ্ছে কলকাতা পুরসভায়, তাঁদের মাইনে দেওয়ার কারণে পুর ভাঁড়ারে অহেতুক চাপ পড়ছে। আর পরিষেবামূলক প্রকল্পের প্রয়োজনীয় আর্থিক সহায়তার জন্য পুরসভা রাজ্য সরকারের উপরে নির্ভর হয়ে পড়ছে। এ বার সেই প্রবণতা আটকাতেই সচেষ্ট দফতর। পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আমরা দেখেছি, কাউন্সিলরদের সঙ্গে ঘুরছেন, এমন লোকের মাইনের টাকাও পুরসভাই দিচ্ছে। আর উন্নয়নমূলক প্রকল্পের আর্থিক সহায়তার জন্য পুরসভা সরকারের উপরে নির্ভর হয়ে পড়ছে। অহেতুক লোক নিয়োগ করা হয়েছে অনেক দফতরে। তাই কোন দফতরে কত কর্মী প্রয়োজন, সে সংক্রান্ত সমীক্ষার পরিকল্পনা করা হয়েছে। নগরোন্নয়ন দফতর সূত্রের খবর, সেই সমীক্ষায় বিস্তারিত ভাবে পুরসভাকে জানাতে হবে দফতরগুলিতে কত জন কর্মী রয়েছেন, তাঁদের কাজ কী। অর্থাৎ, মাইনের পরিবর্তে এক জন পুরকর্মী কী কাজ করছেন, তা অনুপুঙ্খ ভাবে যাচাই করতে চাইছে নগরোন্নয়ন দফতর। পুর দফতরের এক শীর্ষ কর্তার কথায়, পাম্প অপারেটরের ক্ষেত্রে দেখা যাচ্ছে, শুধুমাত্র একটা পাম্প চালানোর জন্য এক জন কর্মীকে নিয়োগ করা হয়েছে। তাঁর কাজ শুধুমাত্র সুইচ অন-সুইচ অফ করা। এটা হয় না কি! দফতর সূত্রের খবর, পুরসভা যে প্রকল্পগুলির প্রস্তাব পাঠাচ্ছে, সেগুলিও এখন খতিয়ে দেখা হবে। পুরসভার পাঠানো প্রকল্পের প্রস্তাবকে আর না যাচাই করে অনুমোদন দেওয়া হবে না। এক কর্তার কথায়, প্রকল্পের জন্য পুরসভার আর্থিক অবদান কী, তা জানতে চাওয়া হবে। কেন্দ্রও তো রাজ্যের সঙ্গে এমনটাই করে। কেন্দ্র তো কোনও প্রকল্পের জন্য পুরো টাকা দেয় না। তাই পুরসভা প্রকল্প পিছু কত খরচ করছে, তা জানাতে হবে তাদের। প্রসঙ্গত, এর আগেও পরিষেবার কাজ প্রথমে করতে হবে বলে পুরসভাকে নির্দেশ দিয়েছিল পুর ও নগরোন্নয়ন দফতর। পানীয় জল, রাস্তা, আলো, জঞ্জাল সাফাই-সহ একাধিক ক্ষেত্র চিহ্নিতও করে দিয়েছিল দফতর। এক কর্তার কথায়, প্রয়োজন নয়, এমন কোনও ক্ষেত্রে দফতরের তরফে আর টাকা বরাদ্দ করা হবে না। যথেচ্ছ ভাবে অর্থ খরচ করলাম, তার পরে রাজ্যের দ্বারস্থ হলাম, এটা হবে না। তথ্যসূত্র: আনন্দ বাজার একে/০৭:০০/২২ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Am4kmQ
October 23, 2018 at 12:58AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
মাওবাদী হানায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
07 Oct 20200টিকলকাতা, ৭ অক্টোবর- কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের ঘোষণা মতোই ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মাও...আরও পড়ুন »
ডেমোক্রেসির বদলে বাংলায় মমতাক্রেসি চলছে
06 Oct 20200টিকলকাতা, ৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্লাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...আরও পড়ুন »
বিজেপি নেতা মণীশ খুনের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ
06 Oct 20200টিকলকাতা, ০৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও উত্তপ্ত পরিস্থিতি ব...আরও পড়ুন »
বিজেপি নেতা মনীশ শুক্লার মৃত্যু ঘিরে রণক্ষেত্র বারাকপুর
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় সোমবার সকাল থেক...আরও পড়ুন »
পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে গুলি করে হত্যা
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মণীশ শুক্লা নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.