ঢাকা, ১৮ অক্টোবর- জনপ্রিয় সংগিতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে হাসপাতালে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন এ গুণী শিল্পী। সংগীত জীবনের দীর্ঘ চার দশকে অসংখ্য হৃদয় ছুঁয়ে যাওয়া গান তিনি উপহার দিয়েছেন শ্রোতাদের। তার সৃষ্টি অনেক গান মানুষের আন্তরে গেঁথে আছে। জনপ্রিয় ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর সংগীত জগতে যাত্রা হয় ১৯৭৮ সালে ফিলিংস ব্যান্ডের মাধ্যমে। শ্রোতা-ভক্তদের কাছে এবি নামেও পরিচিত তিনি। ডাক নাম রবিন। মূলত রক ঘরানার কণ্ঠের অধিকারী হলেও আধুনিক গান, ক্লাসিকাল সংগীত এবং লোকগীতি দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন। ১৯৯১ সালে জন্ম নেওয়া এলআরবি ব্যান্ড দলের লিড গিটারিস্ট ও ভোকাল তিনি। এর আগে তিনি প্রায় দশ বছর সোলস ব্যান্ডের সঙ্গে লিড গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন। তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে, চলো বদলে যাই, রূপালি গিটার কষ্ট পেতে ভালোবাসি ঘুম ভাঙ্গা শহরে, হকার অবাক হৃদয় আমিও মানুষ কষ্ট কাকে বলে, সুখ, মন চাইলে মন পাবেসহ অসংখ্য গান। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ১৮ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PHc480
October 18, 2018 at 04:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top