রাশিয়া বিশ্বকাপে স্রেফ অবিশ্বাস্য ফুটবল উপহার দিয়ে দলকে ফাইনাল পর্যন্ত টেনে নিয়েছিলেন লুকা মদ্রিচ। ফলে তার জনপ্রিয়তা হয়ে গেছে আকাশছোঁয়া। গোটা দুনিয়া মুগ্ধ ক্রোয়েশিয়ার তারকার পায়ের জাদুতে। বর্তমানে লুকা মদ্রিচ ক্লাব ফুটবলে খেলেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে। কিন্তু, ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকেই ক্লাবটির ক্রোয়েট মিডফিল্ডার লুকা মদ্রিচের সঙ্গে তার সম্পর্কের অবনতি নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। তবে এই তর্ক-বিতর্ককে এক কথায় নাকচ করে দিয়েছেন মদ্রিচ। একইসঙ্গে জানিয়ে দিয়েছেন তিনি কখনোই বর্তমান ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির সতীর্থ হবেন না। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো বিষয়ে ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে মদ্রিচ বলেন, মাদ্রিদে আমরা একসঙ্গে ছয়টা অসাধারণ মৌসুম কাটিয়েছি। সেখানে আমাদের মাঝে দারুন বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়েছে। তিনি আরও বলেন, এখন সে চলে গেছে এবং আমাদের মধ্যে যোগাযোগ অব্যাহত আছে। আমরা একজন আরেকজনকে বার্তা পাঠাই। যদিও অনেকে এটাকে সত্য বলতে রাজি নয়, কিন্তু আমি এটা বলতে পারি আমরা এখনও ভালো সম্পর্ক বজায় রেখেছি। ক্লাব ও দেশের দুর্দান্ত এক মৌসুম কাটানোর পর চলতি বছরের ব্যালন ডিঅরের অন্যতম দাবিদার ভাবা হচ্ছে মদ্রিচকে। এই ৩৩ বছর বয়সী তারকা ফুটবলার রিয়াল মাদ্রিদের হয়ে টানা তিন ইউরোপ সেরার মুকুট জিতেছেন। একইসঙ্গে গত বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বাদও পেয়েছেন তিনি। এদিকে, লা লিগায় মেসির প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখা যায় মদ্রিচকে। নিজের সতীর্থ হিসেবে তাকে দেখার কোনো ইচ্ছে তার নেই বলেই জানালেন এই রিয়ার তারকা। মদ্রিচ বলেন, আমি তার (মেসি) বিপক্ষে খেলি, তার সঙ্গে নয়। অবশ্যই মেসি ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়, কিন্তু আমি তার সঙ্গে কখনোই খেলব না। উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর এল ক্লাসিকোয় ফের বার্সা তারকা লিওনেল মেসির মুখোমুখি হবেন লুকা মদ্রিচ। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ১৮ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QWu52o
October 18, 2018 at 04:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top