অস্ট্রেলিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ। আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে অস্ট্রেলিয়া ছয়ে। সাতে বাংলাদেশ। রেটিংয়ে ব্যবধান মাত্র সাত পয়েন্টের। অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১০০। বাংলাদেশের ৯৩। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাজের ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯২। জিম্বাবুয়েকে ৩-০তে হোয়াইওয়াশ করায় একটি পয়েন্ট যোগ হয়েছে। এখন ৯৩ পয়েন্ট বাংলাদেশের। একটি পয়েন্ট পাওয়ায় অস্ট্রেলিয়ার সঙ্গে দূরত্ব খানিকটা কমেছে। অস্ট্রেলিয়াকে ধরতে হলে আর সাত পয়েন্ট দরকার। র্যাংকিংয়ে সপ্তম স্থান পোক্ত বাংলাদেশের। আটে থাকা শ্রীলংকার সঙ্গে এখন তাদের পয়েন্ট ব্যবধান ১৪। লংকানদের রেটিং পয়েন্ট ৭৯। ১২৬ পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে রয়েছে ইংল্যান্ড। চার পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। তিনে নিউজিল্যান্ড, চারে দক্ষিণ আফ্রিকা, পাঁচে পাকিস্তান। এরপরই অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। এমএ/ ০১:০০/ ২৯ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OTIBLM
October 29, 2018 at 07:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top