একই ইনিংসে দুবার সেঞ্চুরি! আর সেটাও কিনা দেওধর ট্রফির ফাইনালে। এমন অদ্ভূত ঘটনাই ঘটেছে শনিবার নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে। যে রহস্যের নেপথ্যে আসলে স্কোর বোর্ডের ভুল। ম্যাচে ৯৬ রানে ব্যাট করছিলেন ভারত সি দলের অধিনায়ক আজিঙ্কা রাহানে। ভারত বি দলের শাহবাজ নাদিমকে মিড অনে ঠেলে ৯৭-এ পৌছান তিনি। কিন্তু, মাঠে থাকা স্কোরবোর্ডে তাঁর নামের পাশে দেখায় ১০০। তা দেখে রাহানে ব্যাট তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন। স্টেডিয়ামে উপস্থিত ক্রিকেটপ্রেমীরাও হাততালি দিয়ে জানান অভিনন্দন। সরাসরি সম্প্রচারের টিভিতে তখন যদিও ৯৭ রানই দেখাচ্ছিল। ভুল সংশোধন করেন রাহানের সতীর্থ সুরেশ রায়না। তিনি ড্রেসিংরুম থেকে ইশারায় বোঝান যে সেঞ্চুরি এখনও হয়নি। দরকার আর তিন রান। এই ঘটনা নিয়েই উঠছে প্রশ্ন। একটি টুর্নামেন্টের ফাইনালে এমন কাণ্ড! রাহানে অবশ্য সেঞ্চুরি পূর্ণ করতে বেশি সময় নেননি। কিছুক্ষণের মধ্যেই করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৪৪ রানে অপরাজিত থাকেন তিনি। ১৫৬ বলের ইনিংসে মারেন নয়টি চার ও তিনটি ছয়। হন ম্যাচের সেরাও। রাহানের দাপটেই ভারত সি তোলে ৩৫২ রান। জবাবে ৩২৩ রানে থামে ভারত বি দল। বিজয়ী অধিনায়ক হিসেবে দেওধর ট্রফিও ওঠে রাহানের হাতে। সূত্র: আনন্দবাজার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পর শ্রীলংকার বিপক্ষে একমাত্র টি-২০ ম্যাচও জিতলো সফরকারী ইংল্যান্ড। গতরাতে স্বাগতিক শ্রীলংকাকে ৩০ রানে হারায় ইংলিশরা। কলম্বোতে টস জিতে ফিল্ডিং নেয় শ্রীলংকা। ব্যাট হাতে নেমে ২০ ওভার ব্যাট করে ৮ উইকেটে ১৮৭ রান করে ইংল্যান্ড। দলের পক্ষে ওপেনার জেসন রয় ৩৬ বলে সর্বোচ্চ ৬৯ রান করেন। তার ইনিংসে ৪টি চার ও ৬টি ছক্কা ছিলো। এছাড়া মঈন আলী ১১ বলে ২৭, বেন স্টোকস ২৭ বলে ২৬ ও জো ডেনলি ১৭ বলে ২০ রান করেন। শ্রীলংকার লাসিথ মালিঙ্গা ও আমিলা আপনসো ২টি করে উইকেট নেন। জবাবে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৭ রান করে শ্রীলংকা। ছয় নম্বরে ব্যাট হাতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন অধিনায়ক থিসারা পেরেরা। তাই ৩১ বলের ইনিংসে ১টি চার ও ৬টি ছক্কা ছিলো। এছাড়া দিনেশ চান্ডিমাল ২০ বলে ২৬ ও কামিন্দু মেন্ডিস ১৪ বলে ২৪ রান করেন। বল হাতে ইংল্যান্ডের ডেনলি ১৯ রানে ৪ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ইংল্যান্ডের ডেনলি। এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো এই সফরের সীমিত ওভারের ম্যাচ। আগামী ৬ নভেম্বর থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে শ্রীলংকা ও ইংল্যান্ড। এমএ/ ০১:১১/ ২৯ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2CM4jdj
October 29, 2018 at 07:13PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন