ফের অনশনে বসছেন আন্না হাজারে

নয়াদিল্লি, ২ অক্টোবরঃ ফের অনশনে বসতে চলেছেন আন্না হাজারে। লোকপাল বিল নিয়ে বিজেপি সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করছে না, এই অভিযোগ তুলে অনশন শুরু করছেন গান্ধিবাদী এই সমাজসেবী।

জানা গিয়েছে, গত সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন আন্না হাজারে। সেখানে তিনি অভিযোগ তোলেন, চার বছর হল ক্ষমতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু লোকপাল বা লোকায়ুক্ত বিল পাশ করতে পারেননি। চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে লিখেছেন, ‘২০১১ সালের ১৬ অগাস্ট গোটা দেশ লোকপাল বিলের দিকে তাকিয়েছিল। আপনার সরকার ক্ষমতায় এসেছিল এই আন্দোলনের জন্য। আপনাদের জনগণের চাহিদাগুলিকে প্রাধান্য দেওয়া উচিত।’লোকপাল বিল ছাড়া তাঁর আরও একটি দাবি রয়েছে। হাজারের মতে, বিজেপি শাসিত সরকার কৃষিক্ষেত্রে চাহিদার কথা মাথায় রাখবে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু কৃষকরা তাদের উৎপাদনের উপযোগী দাম পায় না। তবে গান্ধিজয়ন্তী থেকে ফের অনশনে বসার কথা আগেই ঘোষণা করেছিলেন তিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NVVXH0

October 02, 2018 at 02:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top