লন্ডন, ২ অক্টোবরঃ ফের প্রকাশ্যে এল শেন ওয়ার্ন-স্টিভ ওয়া দ্বন্দ্ব। শেন ওয়ার্নের নতুন বই ‘নো স্পিন’ প্রকাশিত হওয়ার মুখে। সেই বইয়ে স্টিভ ওয়া সম্পর্কে ওয়ার্ন লিখেছেন, ‘আমি যাদের সঙ্গে খেলেছি, তাদের মধ্যে সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার। যে শুধু নিজের ব্যাটিং গড় ৫০ রেখে দেওয়া ছাড়া কোনও কিছু নিয়ে ভাবেনি।’
১৯৯৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে চতুর্থ টেস্ট নিয়ে ওয়ার্ন সরব হয়েছেন। সেখানে স্টিভ বাদ দিয়েছিলেন ওয়ার্নকে। সেই সফরে ভাইস ক্যাপ্টেন ছিলেন ওয়ার্ন। ওই সিরিজের প্রথম টেস্ট অস্ট্রেলিয়া জিতলেও পরের দুটো টেস্ট জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম তিন টেস্টে মাত্র দুটি উইকেট পান ওয়ার্ন। চতুর্থ টেস্ট শুরুর আগে দল নির্বাচনী বৈঠকে কী ঘটেছিল, তা নিজের বইয়ে লিখেছেন প্রাক্তন লেগস্পিনার।
তিনি আরও বলেন, ‘ব্যাগি গ্রিন উপাসনা করার একটা ব্যাপার তখন চালু হয়েছিল টিমে। ল্যাঙ্গার, হেডেন, গিলক্রিস্টরা ব্যাপারটা মানত। কিন্তু আমি নয়। সত্যি কথা বললে, ওরা আমাকে জোর করত ওটা পরার ব্যাপারে। কিন্তু উইম্বলডনে কেউ ব্যাগি গ্রিন পরে? ব্যাপারটা অস্বস্তিকর! মার্ক ওয়ারও তাই মনে হয়েছিল। আমি বিশ্বাস করতাম, অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেলার কী মানে, সেটা আমাকে সব জায়গায় ব্যাগি গ্রিন পরে প্রমাণ করতে হবে না।’
ওয়ার্ন জানিয়েছেন, চতুর্থ টেস্টের আগে টিম নিবার্চনের সভায় স্টিভ এবং তিনি ছাড়াও ছিলেন কোচ জিওফ মার্শ। স্টিভ জেদ করে বাদ দেন ওয়ার্নকে। যা তিনি আজও মানতে পারেননি। সেখানে নিবার্চকদের মধ্যে ছিলেন অ্যালান বর্ডার। বর্ডার এবং মার্শ, দুজনেই ওয়ার্নকে খেলানোর পক্ষে ছিলেন। কিন্তু স্টিভ বলেন, ‘সরি এবি, আমি আমার গাট ফিলিং যা বলছে, তাই করব।’ পিছিয়ে থাকা অবস্থায় সেই টেস্ট জিতে অস্ট্রেলিয়া সিরিজ ২-২ করেছিল, কিন্তু ওই ঘটনায় চূড়ান্ত হতাশ হয়েছিলেন ওয়ার্ন। বলেছেন, ‘ক্যাপ্টেন হওয়ার পরে ও পুরো বদলে গিয়েছিল। কিছুটা হিংসে থেকে। মাঝে মাঝে জীবনে কোনটা করা উচিত বা করা উচিত, এসব নিয়ে পরামর্শ দিতে আসত। তখন আমি ওকে বলেছিলাম, আমি জানি, আমার জীবন কী ভাবে কাটাতে হবে।’
ওয়ার্ন লিখেছেন, ‘ওই ভাবে বাদ পড়ায় হতাশ হয়েছিলাম বললে খুব কম বলা হবে। কঠিন সময় স্টিভ আমার পাশে দাঁড়ায়নি। অথচ স্টিভ আমার ভাল বন্ধু ছিল, ওকে আমি সব সময় সমর্থন করে এসেছি। তাই স্টিভের ওই আচরণ আমি মানতে পারিনি।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NglRji
October 02, 2018 at 02:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন