কলকাতা, ৫ অক্টোবরঃ দুর্গাপুজো উপলক্ষ্যে ১০ জোড়া বাড়তি লোকাল ট্রেন চালানোর কথা ঘোষণা করল রেল। রেলের তরফে জানানো হয়েছে, এই বাড়তি ট্রেনগুলি চালানো হবে শিয়ালদহ উত্তর এবং দক্ষিণ শাখায়। আগামী ১৬, ১৭, ১৮ এবং ১৯ অক্টোবর- পুজোর এই চারদিন এবং লক্ষ্মীপুজোর দিন এই বিশেষ পরিসেবা দেবে পূর্ব রেল। পুজোর চারদিন শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখা মিলিয়ে মোট ১০ জোড়া বাড়তি ট্রেন চালানো হবে। এর মধ্যে শিয়ালদহ মেন শাখায় তিন জোড়া, শিয়ালদহ-বনগাঁ শাখায় এক জোড়া, শিয়ালদহ-ডানকুনি শাখায় এক জোড়া এবং বনগাঁ-রানাঘাট শাখায় এক জোড়া বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শিয়ালদহ-বারুইপুর শাখায় তিনজোড়া এবং বজবজ শাখায় একজোড়া বাড়তি ট্রেন চলবে। পাশাপাশি পুজো এবং লক্ষ্মীপুজো উপলক্ষ্যে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। এছাড়া সময় বদল করা হতে পারে আরও বেশ কয়েকটি ট্রেনের।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PdcRx6
October 05, 2018 at 01:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন