পাটনা, ৫ অক্টোবরঃ এবার মোবাইল ফোন ব্যবহারে বিধিনিষেধ আনল বিহার সরকার। বৃহস্পতিবার একটি অর্ডার ইশ্যু করে জানানো হয়, উচ্চ পর্যায়ের বৈঠকে মোবাইল ব্যবহার করতে পারবেন না আধিকারিকরা। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমির সুভানি জানিয়েছেন, বৈঠকে উপস্থিত থাকাকালীন সকল আধিকারিক এবং পুলিশ অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে মোবাইল ফোন ব্যবহার না করতে। বিশেষ করে সেই বৈঠকে যদি মুখ্যমন্ত্রী থাকেন এবং অন্যান্য নেতা-মন্ত্রীদের বৈঠক হয়, সেক্ষেত্রেও বিষয়টি মাথায় রাখতে হবে। অনেক সময় আধিকারিকদের অনেককেই মিটিং চলাকালীন মোবাইলে ব্যস্ত থাকতে দেখা যায়, যা বৈঠকে সমস্যার সৃষ্টি করে।সেই কারণেই এই সিদ্ধান্ত।
উল্লেখ্য, কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী সব আধিকারিক এবং সরকারি কর্মীদের বৈঠকে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেন। এবার বিহারও হাঁটতে চলেছে সেই একইপথে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IDIRIt
October 05, 2018 at 02:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন