চট্রগ্রাম, ২৬ অক্টোবর- শেষ হলো বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। সিরিজের তিনটি ম্যাচই টাইগাররা জিতেছে। অর্থাৎ, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এই সিরিজে ব্যাটিংয়ে তিন ম্যাচেই দুর্দান্ত ছিলেন ইমরুল কায়েস। তিন ম্যাচে তার মোট রান ৩৪৯। প্রথম ম্যাচে ১৪৪, দ্বিতীয় ম্যাচে ৯০ ও তৃতীয় ম্যাচে ১১৫ রানে করেন কায়েস। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসাবে ইমরুল কায়েস ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন। আর শুক্রবার সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করেন সৌম্য সরকার। ৯২ বলে ১১৭ রান করে আউট হন তিনি। দারুণ এই ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন সৌম্য সরকার। এই সিরিজে দারুণ এক রেকর্ড গড়েছেন ইমরুল কায়েস। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তিনিই এখন সর্বোচ্চ রানের মালিক। এর আগে ৩১২ রান করে এই রেকর্ডের মালিক ছিলেন তামিম ইকবাল। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তামিম ইকবাল এই রেকর্ড গড়েছিলেন। এবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে মোট ৩৪৯ রান করে সেই রেকর্ডে মালিক হলেন ইমরুল কায়েস। তথ্যসূত্র: ঢাকাটাইমস২৪ আরএস/ ২৬ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PXjmVb
October 27, 2018 at 04:48AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন