চট্রগ্রাম, ২৬ অক্টোবর- জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজে খেলছেন না বাংলাদেশের দুই মহাতারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। দুই বন্ধুই ইনজুরিতে আক্রান্ত। সেই সুযোগে তাদের দ্বিতীয় উইকেট জুটির রেকর্ড ভেঙে দিলেন ইমরুল কায়েস আর সৌম্য সরকার। দীর্ঘ ফর্মহীনতায় ভোগা সৌম্য চলতি সিরিজে এই প্রথম সুযোগ পেলেন। সেটা কাজে লাগিয়ে বিধ্বংসী সেঞ্চুরি হাঁঁকালেন তিনি। ইমরুল কায়েসও সেঞ্চুরির পথে আছেন। দ্বিতীয় উইকেট জুটিতে দেশের হয়ে সর্বোচ্চ ২০৭ রান ছিল সাকিব-তামিমের। চলতি বছরের জুলাইয়ে প্রভিডিন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই জুটি গড়েছিলেন দুই বন্ধু। আজ সেই রেকর্ড ভেঙে গেল। সৌম্য-ইমরুলের জুটিতে এল ২২০ রান। আর ৫ রান হলেই দেশের হয়ে যেকোনো পার্টনারশিপে সর্বোচ্চ রানের রেকর্ড হয়ে যেত। গত বছর কার্ডিফে চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২৪ রানের জুটি গড়েছিলেন সাকিব আল হাসান এবং মাহমুদ উল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি ক্যারিবীয় দানব ক্রিস গেইল আর মারলন স্যামুয়েলসের। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ক্যানবেরায় জিম্বাবুয়ের বিপক্ষে ৩৭২ রানের জুটি গড়েছিলেন এই দুজন। আন্তর্জাতিক বিচারে সৌম্য-ইমরুলের আজকের জুটি আছে ১৯ নম্বরে। জিম্বাবুয়ের বিপক্ষে আজকের বিধ্বংসী এই জুটির শেষ হয় সৌম্য সরকারের বিদায়ে। তার আগে তিনি মনোমুগ্ধকর সব শটে মাতিয়ে রেখেছিলেন গ্যালারি। ৮১ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকানোর পর ৯২ বলে ৯ চার ৬ ছক্কায় ১১৭ রানে থামল সৌম্য ঝড়! ততক্ষণে জয়ের কাছাকাছি পৌঁছে গেছে দল। এমএ/ ১১:০০/ ২৬ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2AtyO68
October 27, 2018 at 05:08AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top