ঢাকা, ২৮ অক্টোবর- মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের অন্যতম শক্তিশালী দল গড়েছে বসুন্ধরা গ্রুপ মালিকানাধীন রংপুর রাইডার্স। গেলবারের মতো এবারও জাতীয় ওয়ানডে দলের অধিনায়ককে আইকন করেই এবারের দলটি সাজিয়েছে রংপুর কর্তৃপক্ষ। প্লেয়ার ড্রাফটের বাইরে আগেই দলটি অন্তর্ভুক্ত করে ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলসের মতো টি-টোয়েন্টি তারকাদের। আজ রোববার অনুষ্ঠিত নিলামে তারা দক্ষিণ আফ্রিকার রিলে রুশো ও ইংল্যান্ডের অভিজ্ঞ রবি বোপারাকেও লুফে নেয়। দেশি প্লেয়ারদের মধ্যে মোহাম্মাদ মিঠুন ও নাজমুল ইসলাম অপুকে আগে থেকে দলে নিয়ে রেখেছিল উত্তরাঞ্চলের দলটি। আজ প্লেয়ার ড্রাফটে শফিউল ইসলাম, সোহাগ গাজী, ও ফরহাদ রেজার মতো অভিজ্ঞদের নিয়ে একটি ভারসাম্যপূণ দল গড়ে গত আসরের চ্যাম্পিয়নরা। দেশি ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা (আইকন), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সোহাগ গাজি, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, ফারদিন হোসেন এনি, নাহিদুল ইসলাম, আবুল হাসান রাজু ও নাদিফ চৌধুরী। বিদেশি ক্রিকেটার ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রবি বোপারা, রিলে রুশো, বেনি হাওয়েল ও ওশান থমাস। তথ্যসূত্র: আরটিভি অনলাইন আরএস/ ২৮ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2qdqaTs
October 29, 2018 at 01:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top