ঢাকা, ২৮ অক্টোবর- পাঁচ বছর সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন মোহাম্মদ আশরাফুল। চলতি বছরের আগস্টে নিষেধাজ্ঞা শেষ হয় বাংলাদেশ ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই তারকার। ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগেই (বিপিএল) ম্যাচ পাতানোর অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন। ২০১৪ সালের জুনে বিপিএলের এন্টি-করাপশন ট্রাইবুন্যাল আশরাফুলকে ৮ বছরের নিষেধাজ্ঞা ও ১০ লাখ টাকা জরিমানা করে। একই বছরের সেপ্টেম্বরে বিসিবির ডিসিপ্লিনারি প্যানেল সেই নিষেধাজ্ঞা কমিয়ে ৫ বছরে নিয়ে আসে। তিন আসর পর বিপিএলের ষষ্ঠ আসরে দল পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। রোববার নিলামে তাকে দলে ভেড়ায় চিটাগং ভাইকিংস। মুশফিকুর রহিমকে আইকন করে এবারের দল তৈরি করে চিটাগং। আশরাফুল-মুশফিক ছাড়াও মোসাদ্দেক হোসেন সৈকত, সানজামুল ইসলাম ও সদ্য টেস্ট দলে সুযোগ পাওয়া খালেদ আহমেদকে দলে নিয়েছে বন্দর নগরীর দলটি। এছাড়া বিদেশি খেলোয়াড়দের মধ্যে নিউজিল্যান্ডের লুক রনকি, আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান, জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে আগেই রেখে দিয়েছিল দলটি। এদিন আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ, শ্রীলঙ্কার দাসুন শানাকা, দক্ষিণ আফ্রিকার রবি ফ্রাইলিংক, ক্যামেরন দেলপোর্টকে নতুন করে ভাইকিংসদের দলে ডাক পেয়েছেন। দেশি ক্রিকেটার মুশফিকুর রহিম (আইকন), মোহাম্মদ আশরাফুল, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ হাসান, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী, নিহাদুজ্জামান, সাদমান ইসলাম। বিদেশি ক্রিকেটার লুক রঞ্চি (নিউজিল্যান্ড), মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), রবি ফ্রাইলিঙ্ক (দক্ষিণ আফ্রিকা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), দাসুন শানাকা (শ্রীলঙ্কা), নাজিবউল্লাহ জাদরান (আফগানিস্তান), ক্যামেরন দেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা)। তথ্যসূত্র: আরটিভি অনলাইন আরএস/ ২৮ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2O9IqXq
October 29, 2018 at 01:42AM
28 Oct 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top