উত্তর ২৪ পরগনা, ২২ অক্টোবরঃ মাছের ভেড়ির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হল উত্তর ২৪ পরগনার শাসন থানার পাকদহের দাসপাড়া। শনিবার রাতভর এলাকায় বোমাবাজি চলে। ঘটনায় তৃণমূল নেতা ইমতাজুল হক সহ পাঁচজন আহত হয়েছেন।
জানা গিয়েছে, ভেড়ির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে শনিবার বিকালে পাকদহে তৃণমূলের একটি বৈঠক ছিল। অভিযোগ, বৈঠক শেষে ইমতাজুল সহ কয়েকজন তৃণমূল কর্মী যখন বাড়ি ফিরছিলেন তখন আচমকা হামলা চালায় দাদপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আবুল কালাম আজাদের লোকজন। পালটা প্রতিরোধ করলে সংঘর্ষ বেঁধে যায়। খবর পেয়ে শাসন থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যেই একজনকে ধরা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Pdh6vR
October 22, 2018 at 12:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন