দক্ষিণ ২৪ পরগনা, ২২ অক্টোবরঃ উমা বিদায়ের পালা মিটতে না মিটতেই গোলাগুলি। বজবজে বিসর্জনের ঘাটে বচসাকে কেন্দ্র করে প্রথমে হাতাহাতি তারপর যুবককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গোটা ঘটনায় তৃণমূলের কাউন্সিলরের দিকেই অভিযোগের আঙুল উঠেছে।
জানা গিয়েছে, রবিবার রাতে বজবজের বালুরঘাট গঙ্গার ঘাটে চলছিল বিসর্জন। প্রতিমা নিরঞ্জনের পর নাচতে নাচতে ফিরছিলেন একদল যুবক। তখন গায়ে পা লাগাকে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে বচসা শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, যে যুবকের গায়ে পা লেগেছিল, বচসা চলাকালীন আচমকাই সে গুলি চালিয়ে দেয়। গুলিবিদ্ধ হন এক যুবক। তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগ, আক্রমণকারী যুবক এলাকার তৃণমূলের কাউন্সিলর। তাঁর বিরুদ্ধে বজবজ থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2EBz5Ih
October 22, 2018 at 11:26AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন