কলকাতা, ২১ অক্টোবরঃ ভৌগোলিক অবস্থান, আত্মীয়-পরিজন, ভাষার দূরত্ব – প্রেমের টানের কাছে কোনকিছুই বাধা নয়, তা আরও একবার প্রমাণ করল কানাডার ক্যাথরিন ও কালনার টিঙ্কু রায়ের রঙিন প্রেমের গল্প।
কানাডার স্কুল শিক্ষিকা ক্যাথরিন ঘুরতে এসেছিলেন ভারতে। বেনারসে যোগা শেখাতে আসা কালনার যোগা প্রশিক্ষক টিঙ্কুর সঙ্গে ক্যাথরিনের আলাপ হয় যোগার ক্লাসেই। এই সূত্র ধরেই তাঁদের দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। বন্ধুত্ব বদলে যায় প্রেমে। এরপর প্রেমিকার জোরাজুরিতে কানাডতেও যেতে হয় টিঙ্কুকে। ক্যাথরিনের পরিবারের সঙ্গে দেখা করেন। বিয়ের কথা পাকা হয়। এরপর গত ষষ্ঠীর দিন টিঙ্কুবাবুর বাড়িতেই চলে আসেন ক্যাথরিন। শুভলগ্নে চার হাত এক হয়ে যায়।
স্কুল শিক্ষিকা ক্যাথরিন গ্রাম বাংলার প্রেমে পড়েছেন। গ্রামের মানুষের সরলতা তাঁকে আকৃষ্ট করেছে। বিয়ে করে ভালই আছেন নবদম্পতি। পরনে লাল শাড়ি, হাতে শাখা-পলা, সিঁথিতে সিঁদুর নিয়ে বাড়ির কাঠের উনুনে বিদেশিনীকে রান্না করতে দেখে উৎসুক বাসিন্দারা ভিড় জমাচ্ছেন অহরহ।
ক্যাথরিনের ভালোবাসায় আপ্লুত টিঙ্কুর পরিবারও। বিদেশিনী বউয়ের আচার-ব্যবহারে খুশি পড়শিরাও।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Pg0rYF
October 21, 2018 at 11:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন