জাকার্তা, ১৪ অক্টোবরঃ প্রবল বর্ষণ ও ভূমিধসে বিপর্যস্ত ইন্দোনেশিয়া। সুমাত্রা দ্বীপে হড়পা বানে মৃত্যু হয়েছে অন্তত ২১ জন। এর মধ্যে ১১ জন স্কুল পড়ুয়া। নিখোঁজ আরও অন্তত ১০ জন। শনিবার একথা সরকারিভাবে জানানো হয়েছে।
উত্তর সুমাত্রা প্রদেশের মৌরা সালাদি গ্রামে শুক্রবার দুপুরে এক স্কুলে ক্লাস চলাকালীন হঠাৎ বান আসে। সেইসঙ্গে নামে ধস নামে। ফলে গোটা ক্লাস রুম মাটির তলায় চাপা পড়ে যায়। এখনও পর্যন্ত ধ্বংসস্তুপ থেকে ১১টি দেহ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত খোঁজ নেই স্কুলে উপস্থিত আরও অন্তত ১০ জনের।
উত্তর ও পশ্চিম সুমাত্রায় এই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত পাঁচ শতাধক বাড়ি। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বহু মানুষকে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OYwgoP
October 14, 2018 at 01:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন