প্রসূতি মৃত্যুতে ধুন্ধুমার চুঁচুড়া হাসপাতাল

হুগলি, ৩১ অক্টোবরঃ ভুল চিকিত্সায় প্রসূতি মৃত্যুর অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতাল।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ১৫ দিন আগে ইমামবাড়া হাসপাতালেই কন্যা সন্তানের জন্ম দেন হুগলি কানাগড়ের বাসিন্দা ঝুমা মজুমদার । মঙ্গলবার সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে আবার হাসপাতালে ভরতি করা হয়। পরিবারের দাবি, বুধবার সকালে স্বামী বাসুদেবকে হাসপাতাল থেকে ফোন করে ঝুমার মৃত্যুর খবর দেওয়া হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে কিডনি খারাপ হয়ে যাওয়ায় মৃত্যু হয়েছে ওই মহিলার। প্রসূতির পরিবারের অভিযোগ, হাসপাতালে যখন ভরতি করা হয়েছিল তখন এমন কোনো কথা বলা হয়নি। ভুল চিকিত্সাতেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃতার স্বামীর। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও হাসপাতালের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Q9MLM4

October 31, 2018 at 04:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top