পদত্যাগ করতে পারেন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল

নয়াদিল্লি, ৩১ অক্টোবরঃ ভারতীয় মুদ্রার দরে লাগাতার পতনের চাপে পদত্যাগ করতে পারেন রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেল। জানা গিয়েছে, কেন্দ্রের সঙ্গে সম্পর্কে অবনতির জন্যই পদ থেকে সরে যেতে পারেন তিনি। তবে এই ব্যাপারে রিজার্ভ ব্যাংকের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্প্রতি তলানিতে ঠেকেছে রিজার্ভ ব্যাংকের সঙ্গে কেন্দ্রের সম্পর্ক। উদ্ভূত আর্থিক পরিস্থিতি সামাল দিতে একমত হতে পারছে না দেশের ব্যাংকিং নিয়ামক সংস্থা ও অর্থ মন্ত্রক। দুপক্ষের বিবাদ মাঝেমধ্যেই প্রকাশ্যে চলে আসছে। আরবিআই আইনের সাত নম্বর ধারায় আছে, সরকার জনস্বার্থে রিজার্ভ ব্যাংকে নির্দেশ দিতে পারে। সূত্রের খবর, সরকার এই ধারা ব্যবহার করে রিজার্ভ ব্যাংককে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ঋণদান, নন ব্যাঙ্কিং আর্থিক সংস্থা সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়। তা থেকেই শুরু হয়েছে এই বিতর্ক। আগে কখনও রিজার্ভ ব্যাংকের গভর্নর  ইস্তফা দেননি। তবে যদি এবার এমনটা হয় তবে নানা মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে বলে পর্যবেক্ষকদের ধারণা।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qm8bKG

October 31, 2018 at 04:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top