ঢাকা, ২২ অক্টোবর- জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ২৮ রানের ব্যবধানে জিতে ১-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার (২৪ অক্টোবর) মুখোমুখি হবে দুই দল। সিরিজের শেষ দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১৬৯ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। তবুও শন উইলিয়ামস ও ব্রেন্ডম মাভুতার ৬৭ রানের নবম উইকেটের জুটিতে বড় পরাজয়ের শঙ্কা কাটিয়ে তা ২৮ রানের ব্যবধানে নিয়ে আসে জিম্বাবুয়ে। শেষদিকে দলের এমন পারফরম্যান্সের পরও দিন শেষে জয় পাওয়াকেই প্রাধান্য দিচ্ছেন স্বাগতিক দলের অধিনায়ক। জয়ের গুরুত্ব উল্লেখ করার পাশাপাশি ম্যাচ শেষে ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলা ইমরুল কায়েসের প্রশংসা করে নিয়ে তিনি বলেন, দিন শেষে জয়ই গুরুত্বপূর্ণ। আমরা শুরুতে বেশ কিছু উইকেট হারিয়েছিলাম যা চাপ সৃষ্টি করেছিল। কিন্তু ইমরুল প্রফেশনালি ব্যাট করেছে এবং আমাদের বোলিংও চমৎকার হয়েছে। প্রতিপক্ষ নবম উইকেট জুটিতে সহজে রান করে গেলেও বাংলাদেশকে তেমনভাবে দেখা যায়নি পেসার মুস্তাফিজকে ব্যবহার করতে। উইকেট খরার মধ্যে কার্যকরী এ বোলারকে বল না করানোর পাশাপাশি ম্যাচে তাকে দিয়ে বোলিং কোটার পুরো ওভার না করানো প্রসঙ্গেও এ সময় কথা বলেন তিনি। বাঁহাতি এ পেসারের বল করতে সমস্যা হচ্ছিল। আর এজন্যই বোলিং স্পেলের দুই ওভার বাকি থাকা সত্ত্বেও তাকে দিয়ে বল করানো হয়নি জানিয়ে এ সময় মাশরাফি বলেন, ফিজের (মুস্তাফিজ) কনুইয়ে হালকা সমস্যা হচ্ছিল তাই ম্যাচে তাকে বেশি ব্যবহার করিনি। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ২২ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2q490aT
October 22, 2018 at 07:17PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন