মুম্বাই, ২২ অক্টোবর- বিশ্বের অনেক দেশেই চলছে যৌন হামলাকারীদের মুখোশ খোলার ক্যাম্পেইন মি টু। বর্তমান সময়ে রীতিমতো মি টু ঝড়ে তোলপাড় বলিউড। একের পর এক যৌন হেনস্তা প্রকাশ পাচ্ছে। সামনে আসছে বড় তারকাদের নাম। এই ধারায় বাদ যাচ্ছে না ভারতীয় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিও। এবার মি টু নিয়ে মুখ খুললেন তামিল সুপারস্টার রজনীকান্ত। শনিবার (২০ অক্টোবর) থ্যালাইভা মি টুর সমর্থনে তিনি বলেছেন, যৌন হেনস্তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোকে সবসময় সমর্থন করি। কিন্তু, এই মি টু আন্দোলনের কেউ অপব্যবহার যেন না করেন সেটা নজরে রাখা জরুরি। মিটু আন্দোলনে যারা সামিল হয়েছেন তারা যে সত্যি অভিযোগটাই করছেন সেটা সুনিশ্চিত হওয়া খুব জরুরি বলে মনে করেন কিংবদন্তি অভিনেতা। জনপ্রিয় তামিল সুরকার ভিরামথুর বিরুদ্ধে একাধিক নারী যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। এছাড়াও তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় সঙ্গীতশিল্পী চিন্ময়ী শ্রীপদাও তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন অনেকে। যদিও সব অভিযোগই মিথ্যা বলে দাবি করেছেন সুরকার ভিরামথু। আর সেই ঘটনার প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন সুপারস্টার রজনীকান্ত। তিনি বলেছেন, যদি ভিরামথুর বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা হয় তাহলে আইনি পথে আগানোর পরামর্শ দিয়েছেন তিনি। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ২২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2R5s7g7
October 22, 2018 at 07:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top