কলকাতা, ২২ অক্টোবরঃ গ্যাং-ওয়ারের ঘটনায় এখনও থমথমে গার্ডেনরিচ। এরই মাঝে গতকাল উত্তেজনা ছড়াল একবালপুরে। দু’পক্ষের গন্ডগোলের জেরে পড়ল বোমাও। ঘটনায় আহত হলেন তিনজন। দুটি ঘটনায় বন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে নয় দুষ্কৃতীকে। এলাকায় চলছে পুলিশি টহলদারি।
জানা গিয়েছে, গার্ডেনরিচ থানা এলাকার আজহার মোল্লা বাগানে তোলাবাজির টাকার ভাগ-বাঁটোয়ারা এবং এলাকা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে দুটি দলের মধ্যে। ঘটনায় বেশ কয়েক রাউন্ড গুলি চলে। মুহুর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বেশ কিছু বোমাও পড়তে থাকে। বোমার স্প্লিন্টারে আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গার্ডেনরিচ থানার পুলিশ। ঘটনায় গার্ডেনরিচ থানায় কর্মরত সাব ইন্সপেক্টর যজ্ঞেশ্বর মুর্মু একটি মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে গতকাল গ্রেফতার করা হয় মহম্মদ ওয়াসিম, শেখ ওয়াসিম, মইনুদ্দিন খান, মহম্মদ ইসরাইল, মহম্মদ নাসিম, মহম্মদ সাজ্জাদ ও শেখ সমীরকে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি গতকাল দুপুরে উত্তেজনা ছড়ায় বন্দর এলাকার একবালপুরে। ঘটনাকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ উঠেছে। বোমার স্প্লিন্টারে জখম হয়েছে তিনজন। তাদের হাসপাতালে চিকিৎসা চলছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AmakvD
October 22, 2018 at 01:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন