আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে পতাকা উত্তোলন মোদির

নয়াদিল্লি, ২১ অক্টোবরঃ আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে রবিবার লালকেল্লায় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আজাদ হিন্দ বাহিনীর জীবিত সদস্যরাও।

আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তিতে লালকেল্লার মাথায় উঠুক জাতীয় পতাকা। কেন্দ্রীয় সরকারের কাছে এই আবেদন জানিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রপৌত্র চন্দ্রকুমার বোস। সেই দাবি মেনে নেয় নরেন্দ্র মোদি সরকার। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নেতাজি প্রতিশ্রুতি দিয়েছিলেন সব ভারতীয় সমান সুযোগ-সুবিধা পাবে। তিনি এমন একটি সমাজের স্বপ্ন দেখেছিলেন, যেখানে বাসিন্দারা নিজেদের ঐতিহ্য সংস্কৃতি নিয়ে গর্ববোধ করবে। আমরা অনেক ত্যাগের ফলে স্বরাজ অর্জন করতে পেরেছি। এটা আমাদের কর্তব্য সূরযের সঙ্গে স্বরাজকে রক্ষা করা।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Pgl72E

October 21, 2018 at 12:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top