নয়াদিল্লি, ২১ অক্টোবরঃ জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সিআরপিএফ প্রতিনিয়ত যে লড়াই করে চলেছেন, আজ তা স্মরণ করার দিন। জাতীয় পুলিশ দিবসে বক্তব্য রাখতে গিয়ে রবিবার এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯৫৯ সালে লাদাখের হট স্প্রিং এলাকায় চিন সেনার হামলায় শহিদ হন ১০ সিআরপিএফ জওয়ান। তাদের আত্মত্যাগকে স্মরণ করে প্রতিবছর ২১ অক্টোবর দিনটিকে জাতীয় পুলিশ দিবস হিসেবে পালন করা হয়। এদিন দিল্লিতে ন্যাশনাল পুলিশ মেমোরিয়ালে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে সিআরপিএফ, এনডিআরএফ ও আধাসেনার ভূমিকা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মাওবাদী অধ্যুষিত এলাকায় সিআরপিএফ জওয়ানরা যে কাজ করছেন, তা সত্যি প্রশংসার যোগ্য।’ জওয়ানদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের অতন্দ্র প্রহরার জন্য যারা অশান্তি তৈরির চেষ্টা করছে, তারা বারবার ব্যর্থ হয়েছে। আপনাদের জন্যই দেশে শান্তি বজায় রয়েছে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2EyP6Pp
October 21, 2018 at 12:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন