পুরুলিয়া, ২১ অক্টোবরঃ অজানা জ্বরের প্রকোপে একই গ্রামে আক্রান্ত প্রায় ৫০ জন। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার হুড়া থানার জবড়ারা অঞ্চলের ডুমকাডি গ্রামে। জানা গিয়েছে, বিগত তিনদিনে সর্দি-কাশি ও জ্বরে একের পর এক ব্যক্তি আক্রান্ত হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে ৩৫ জনেরও বেশি পুরুলিয়া জেলার হুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি আছেন। শনিবার স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে একটি মেডিকেল টিম গ্রামে পৌঁছেছে। হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রসেনজিৎ মাহাত জানিয়েছেন, অজানা জ্বরে গ্রামবাসীরা আক্রান্ত হয়েছেন। এই খবর আসতেই স্বাস্থ্য বিভাগে জানানো হয়। স্থানীয় থানাতেও খবর দেওয়া হয়। গোটা গ্রাম নোংরা আবর্জনায় ভরতি রয়েছে বলে অভিযোগ। ফলে মশা মাছির উপদ্রব বেড়েছে এলাকায়। অনুমান, এই কারণেই জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে স্থানীয়দের একাংশ। আপাতত ওই গ্রামে ব্লিচিং ছড়ানো হয়েছে এবং পরীক্ষার জন্য জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই জ্বরে যাতে আর কেউ নতুন করে আক্রান্ত না হন সেদিকে লক্ষ্য রাখছে প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ। এখন আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে।
ছবিঃ সংগৃহীত
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2P9tayu
October 21, 2018 at 12:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন