চলতি মাসের শুরুতে ব্যালন ডিঅর পুরস্কারের জন্য ৩০ জনের নাম ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। অনুমিতভাবে তাতে ঠাঁই পেয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার, লুকা মডরিচসহ হালে আলো ছড়ানো সব ফুটবলার। আগামী ৩ ডিসেম্বর প্যারিসে জাঁকজমকপূর্ণ পরিবেশে বিজয়ীর হাতে তুলে দেয়া হবে ফুটবলের সবচেয়ে মর্যাদাকর পুরস্কারটি। ইতিমধ্যে সম্ভাব্য বিজয়ী নিয়ে ভবিষ্যদ্বাণী শুরু করেছেন বোদ্ধারা। স্বাভাবিকভাবেই তাতে সামিল হয়েছেন ইতালি অধিনায়ক ও অভিজ্ঞ গোলপ্রহরী জিয়ানলুইজি বুফন। অনেকে এ দৌড়ে মেসি-রোনাল্ডোকে এগিয়ে রাখলেও তার মতে, আর্জেন্টাইন বা পর্তুগিজ যুবরাজ নয়; ২০১৮ ব্যালন ডিঅর জিতবেন কিলিয়ান এমবাপ্পে। গেল এক দশকে সমান পাঁচবার করে ব্যালন ডিঅর জিতেছেন মেসি-রোনাল্ডো। বার্সেলোনাকে লা লিগা ও কোপা ডেল রে এবং রিয়াল মাদ্রিকে চ্যাম্পিয়নস লিগ জেতানোয় এবারো মনোনয়ন পেয়েছেন ছোট ম্যাজিসিয়ান ও সিআর সেভেন। মনোনীত হয়েছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড় মডরিচও। তার জাদুকরী পারফরম্যান্সে বিশ্বকে বিস্ময় উপহার দিয়ে রাশিয়ায় রানার্সআপ হয় ক্রোয়েশিয়া। ইতিমধ্যে ফিফা দ্য বেস্ট, উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। বেশিরভাগই এ ত্রয়ীর মধ্যে ব্যালন ডিঅর দেখছেন। তবে ভিন্নমত বুফনের। তিনি মনে করেন, এবার ফুটবলের সর্বোচ্চ পুরস্কারটি বগলদাবা করবে এমবাপ্পে। নেপথ্যে তার যুক্তি, এমবাপ্পে একজন ফেনোমেনন। ইতালিতে তাকে রবার্তো বাজ্জিও, ফ্রান্সিস্কো টট্টি ও আলেসান্দ্রো ডেল পিরলোর সঙ্গে তুলনা করা হয়। সে অসম্ভভ প্রতিভাবান খেলোয়াড়। ও কী করছে, বিশ্বকাপে কী করেছে-সেসব আমলে নিলে ব্যালন ডিঅর জিতবে সে-ই। এর বিপরীত কিছু ভাবতে পারছি না আমি। রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে শিরোপা জিতেছে ফ্রান্স। দীর্ঘ ২০ বছর পর ছবি ও কবিতার দেশকে সোনালী ট্রফি এনে দেয়ার মূল কারিগর এমবাপ্পে। ফাইনালে ১টিসহ টুর্নামেন্টে মোট ৪ গোল করেন তিনি। এ পথে পেলের পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফাইনালে স্কোর করার কীর্তি গড়েন ১৯ বছরের বিস্ময়। বিশ্বমঞ্চে জিতে নেন সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার। সেই ধারাবাহিকতা ক্লাব পিএসজির হয়েও ধরে রেখেছেন এ তরুণ। বুফন বলেন, এ ধারাবাহিকতা, উদ্যম, আগ্রহ ধরে রাখতে পারলে আগামীর সুপারস্টার হবে এমবাপ্পে। দীর্ঘদিন ধরে ফুটবলে রাজত্ব করতে পারবে সে। রাজ সিংহাসনটা তার জন্য অপেক্ষা করছে। তথ্যসূত্র: যুগান্তর আরএস/ ২০ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PJ5Ww9
October 20, 2018 at 07:50PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন