নয়াদিল্লি, ৫ অক্টোবরঃ এ বছরের নোবেল শান্তি পুরস্কার পেলেন কঙ্গোর স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ ডেনিস মুকওয়েগে এবং জীবনের একটা সময় আইএস-এর ডেরায় যৌনদাসী হিসেবে থাকা নাদিয়া মুরাদ।
শুক্রবার ২০১৮-র নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হল। মহিলাদের ওপর যৌন অত্যাচারকে যে ভাবে যুদ্ধের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেই নোবেল পেলেন ডাঃ ডেনিস মুকওয়েগে এবং নাদিয়া মুরাদ। কঙ্গোর বুকাভু শহরে একটি হাসপাতাল চালান স্ত্রীরোগ বিশেষজ্ঞ মুকওয়েগে। গৃহযুদ্ধে জর্জরিত কঙ্গোয় যৌন অত্যাচারারের শিকার হওয়া মহিলারা তাঁর কাছে চিকিত্সার জন্য আসেন। দিনের পর দিন চোখের সামনে এদের দুর্দশা দেখে যুদ্ধে যৌন অত্যাচারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার বিরুদ্ধে সোচ্চার হন তিনি।
২০১৪ সালে ইরাকের ইয়াজিদি সম্প্রদায়ের নাদিয়া মুরাদকে অপহরণ করে আইসিস সন্ত্রাসবাদীরা। যৌনদাসী হিসেবে ব্যবহার করা হয় তাঁকে। পরবর্তীকালে নাদিয়া মহিলাদের অধিকার ও শরনার্থীদের নিয়ে স্বাভাবিক জীবনে ফেরানোর কাজ করেন। যুদ্ধে যে ভাবে সাধারণ মহিলাদের ওপর যৌন অত্যাচার করা হয়, তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন নাদিয়া। আগামী ১০ ডিসেম্বর অসলোয় এদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OyR99Z
October 05, 2018 at 06:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.