নয়াদিল্লি, ৫ অক্টোবরঃ রাশিয়ার সঙ্গে এস-৪০০ মিসাইল কেনার চুক্তি স্বাক্ষর করল ভারত। শুক্রবার হায়দরাবাদ হাউসে ১৯ তম দ্বিপাক্ষিক বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এদিন প্রতিরক্ষা সহ মোট ২০টি বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে ভারত। পুতিন ছাড়াও এদিন ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার উপ প্রধানমন্ত্রী ইউরি বোরিসোভ, বিদেশমন্ত্রী সের্জেই লাভরোভ।
বৃহস্পতিবার রাতেই দিল্লি পৌঁছান ভ্লাদিমির। তাঁকে স্বাগত জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ৭ লোককল্যাণ মার্গে গিয়ে বৈঠক করেন পুতিন। সেখানেই নৈশভোজের টেবিলে একান্তে কথাবার্তা হয় দুজনের। রাশিয়ার নোভোসিবিরস্ক শহরে একটি ইন্ডিয়ান মনিটরিং স্টেশন তৈরি করা হবে বলেও জানানো হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PdnSyJ
October 05, 2018 at 05:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন