রাজশাহী, ৩১ অক্টোবর- সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পর এবার জাতীয় মহিলা ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার চামেলী খাতুনের চিকিৎসায় এগিয়ে এলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি চামেলীর সার্বিক চিকিৎসার দায়িত্বই নিজের কাঁধে নিয়েছেন। আজ বুধবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে চামেলিকে রাজশাহী নগরীর দরগাপাড়ায় তার বাসায় দেখতে যান মেয়র লিটন। এ সময় তাৎক্ষণিকভাবে তিনি চামেলীর উন্নত চিকিৎসার জন্য নগদ এক লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন এই এই বরেণ্য রাজনীতিবিদ। এর আগে প্রায় আট বছর আগে তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। এরপর থেকেই চামেলী অসুস্থ অবস্থায় শয্যাশায়ী। মেরুদন্ডে হাড়ের ব্যথা নিয়ে বর্তমানে তিনি শারীরিকভাবে চরম সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। অবশ হয়ে যাচ্ছে তার পুরো ডান পাশ। তবে বিভিন্ন গণমাধ্যম চামেলীকে নিয়ে সংবাদ প্রকাশ করলে বিষয়টি মেয়র লিটনের নজরে আসে। এসময় চামেলীকে সহায়তা করা বিষয়ে রাজশাহীর মেয়র গণমাধ্যমকর্মীদের বলেন, অসুস্থ ক্রিকেটার চামেলীর পাশে দাঁড়ানো উচিত মনে করেই তাকে দেখতে এসেছি। চামেলী ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে বুঝতে পারলাম, তারা অর্থ সংকটে রয়েছেন। চামেলীর চিকিৎসার পুরোপুরি ব্যয়ভার মেটাতে যা করা দরকার করব। প্রয়োজনে সমাজের স্বচ্ছল ব্যক্তিদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। জরাজীর্ণ যে বাড়িতে তারা বসবাস করছেন, সেটি নিয়েও ভাবছি। চামেলীর বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করব। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ৩১ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yJESX1
October 31, 2018 at 09:26PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন