আফগানিস্তানে সেনা চপার ভেঙে মৃত ২৫

হেরাত, ৩১ অক্টোবরঃ মাঝ আকাশে সেনার হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ২৫ জনের। এর মধ্যে দু’জন পাইলট ও ২৩ জন যাত্রী ছিলেন। বুধবার সকালের দিকে আফগানিস্তানের ফারহা প্রদেশে ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সেদেশের সেনার বহু পদস্থ অফিসার। প্রাথমিকভাবে সেনার তরফে জানানো হয়, খারাপ আবহাওয়ার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। তবে পরে, জঙ্গি সংগঠন তালিবান এই হামলার দায় স্বীকার করে। জঙ্গিদের দাবি, চপার লক্ষ্য করে গুলি চালানো হয়। আর তাতেই ভেঙে পড়ে চপারটি।

ফারাহ প্রদেশ প্রশাসনের মুখপাত্র নাসের মেহরি জানান, সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার হেরাট প্রদেশের দিকে রওনা হয়েছিল। তাদের একটি মাঝ আকাশে দিকভ্রষ্ট হয়। কপ্টারটিতে ২৫ জন সওয়ারি ছিলেন। তাদের মধ্যে সেনা ও ফারাহ প্রদেশের বেশ কয়েকজন শীর্ষ কর্তা ছিলেন। কারোর বেঁচে থাকার সম্ভাবনা নেই।

জানা গিয়েছে, অনেক সময় তালিবান অধ্যুষিত এলাকাগুলি কপ্টারে করে পরিদর্শন করেন আফগান সেনা ও প্রশাসনের শীর্ষ কর্তারা। এদিনও এলাকা পরিদর্শনে বের হয় দুটি কপ্টার। কিন্তু একটি নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছলে অপরটি যাত্রীদের নিয়ে ভেঙে পড়ে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2P1QaA7

October 31, 2018 at 03:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top