বিশ্বনাথ প্রতিনিধি :: দেশ থেকে ২০২২ সালের মধ্যে জলাতঙ্ক নির্মূলের লক্ষে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম-২০১৮ সম্পর্কে সিলেটের বিশ্বনাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে ওই সভাটি অনুষ্ঠিত হয়। সরকারের এই উদ্যোগ গ্রহনের ফলে উপজেলার প্রত্যেক ইউনিয়নের প্রতিটি গ্রামে থাকা কুকুরদেরকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে টিকা দেওয়া হবে বলে সভায় জানান সংশ্লিস্ট কর্মকর্তারা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবদুর রহমানের সভাপতিত্বে ও স্যানেটারি ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন, বিশ্বনাথ সদর ইউপির চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউপির চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউপির চেয়ারম্যান আমির আলী, দশঘর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির মিয়া, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার কামরুল ইসলাম, ভ্যাটেনারী সার্জন ডাক্তার আবদুস শহিদ, উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার তারেক নুরুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক সোবা মিয়া ও গীতা পাঠ করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক সবিনয় দাশ তালুকদার। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনস্যালটেন্ট সার্জারী ডাক্তার একেএম খুর্শেদ আলম, দেওকলস ইউপির প্যানেল চেয়ারম্যান-১ খায়রুল আমীন আজাদ, অলংকারী ইউপির মেম্বার রিয়াজুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, সাংবাদিক আশিক আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আবদুল জলিল, অফিস সহকারী আলী আহমদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2DdXQbZ
October 31, 2018 at 03:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন