কলকাতা, ২৪ অক্টোবর- দুদিনের সফরে কোচবিহার যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ অক্টোবর কোচবিহারে যাবেন মুখ্যমন্ত্রী। সেদিনই তিনি জেলা প্রশাসনিক ভবনের পাশে অডিটোরিয়ামের উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রী এই অডিটোরিয়ামের নামকরণ করেছেন উৎসব। প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হয়েছে। এই অডিটোরিয়ামেই তিনি ওইদিন প্রশাসনিক বৈঠক করার কথা আছে তাঁর। তার আগে দফায় দফায় অডিটোরিয়াম তৈরির কাজ ঘুরে দেখছেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। সেদিন রাতে সার্কিট হাউসে থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ৩০ অক্টোবর রাসমেলার ময়দানে তাঁর সভা রয়েছে। সেখানে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তিনি উপভোক্তাদের হাতে তুলে দেবেন। মঙ্গলবার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী, জেলার পুলিস সুপার ভোলানাথ পাণ্ডে সহ অন্যান্যরা রাসমেলার মাঠ পরিদর্শন করেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর সফর নিয়ে আগামী ২৫ অক্টোবর জেলা প্রশাসন বৈঠক হবে। এদিকে মুখ্যমন্ত্রীর জেলা সফরকে ঘিরে জেলা তৃণমূলের অন্দরেও শোরগোল পড়েছে। লোকসভা নির্বাচনের আগে জেলায় দলের অন্দরে যাবতীয় ফাটল মেরামত করার ব্যাপারে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকেও রাজনৈতিক মহলের নজর রয়েছে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, আগামী ২৯ অক্টোবর দুদিনের সফরে মুখ্যমন্ত্রীর কোচবিহারে আসার কথা রয়েছে। জেলা পুলিস সূত্রে জানা গিয়েছে, বাগডোগরা থেকে চপারে করে মুখ্যমন্ত্রী কোচবিহারে পৌঁছবেন। তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৭:১৩/২৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Pomb4U
October 25, 2018 at 01:12AM
24 Oct 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top