কলকাতা, ২৪ অক্টোবর- বাংলায় অবাধ মদের দোকানের লাইসেন্স দেওয়ার প্রতিবাদে রাজ্য সরকাররে চিঠি দিচ্ছে প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু সেল৷ সেইসঙ্গে রাজ্যের সমস্ত মন্দির-মসজিদ-গির্জা কমিটিগুলোকেও চিঠি দেওয়া হবে৷ শুধুমাত্র তাই নয়, মদ নিয়ে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে বিধানভবনে তৈরি হচ্ছে বিভিন্ন স্লোগান৷ এরাজ্যে কংগ্রেসের যে নিজস্ব সংখ্যালঘু ভোট ছিল তার বেশিরভাগটাই এখন তৃণমূল কংগ্রেসের পকেটে৷ প্রদেশে কংগ্রেসের নেতারা জানেন, লোকসভা নির্বাচনে ভাল ফল করতে হলে সেই ভোট ফিরে পাওয়াটা দরকার৷তাই নির্বাচন এগিয়ে আসতেই সংখ্যালঘুদের কাছে টানতে তৎপর হয়েছে কংগ্রেস৷ এই উদ্যোগে তাদের একটাই হাতিয়ার মদ৷ কারণ রাজ্যের ফাঁকা কোষাগার ভরাতে বাংলায় অবাধ মদের দোকানের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷এমনকি গোটা রাজ্যে মদের পাইকারি ব্যবসার রাশও এবার নিজেদের হাতে নিতে চলেছে তারা! তৃণমূল কংগ্রেস সরকারের তরফে গ্রামে গ্রামে মদের দোকান খুললে সমাজে ব্যাভিচার বাড়বে বলে মনে করে কংগ্রেস৷ কংগ্রেসের নীতি সম্পর্কে সংখ্যালঘুদের স্পষ্ট ধারণা দিতে জেলায় আন্দোলনের ঝাঁঝ বাড়ানো হবে৷কংগ্রেসের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান তথা বিধায়ক মিল্টন রশিদ আগেই জানিয়েছিলেন, মদ নিয়ে পুজোর পরই জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচী নেওয়া হবে৷এমনকি বিধানসভায় সরব হওয়ার পাশাপাশি আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷ মিল্টন রশিদ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোটের জন্য তাদের ব্যবহার করছেন৷ তা না হলে রাজস্বের লোভে গ্রামে গ্রামে মদের দোকান করে নতুন প্রজন্মের ভবিষ্যতের বারোটা বাজিয়ে দিতেন না৷ রাজ্যে কোনও কর্মসংস্থান নেই। চাকরি নেই। বেকারত্বের সংখ্যা বাড়ছে। বেকারদের নেশায় আসক্ত করানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। মদকে ঘিরে আমরা একাধিক স্লোগান তৈরি করেছি৷ যেমন,মাদ্রাসা বন্ধ করে মদের দোকান খুলবে কেন জবাব দাও, মসজিদের পাশে মদের দোকান খুলবে কেন জবাব দাও, মুসলিমদের চাকরি না দিয়ে মদের দোকান খুলবে কেন জবাব দাও-এই একটা ইস্যুর সঙ্গে সংখ্যা সংখ্যালঘুদের সমস্যাগুলো আমরা তুলে ধরব৷ তিনি আরও বলেন, আগামী সপ্তাহের শুরুতেই আমরা রাজ্যকে এব্যাপারে চিঠি দেবে৷ এছাড়াও রাজ্যের সমস্ত মন্দির-মসজিদ-গির্জা কমিটিগুলোকেও চিঠি দেওয়া হবে৷কারণ তাঁদেরও সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে৷ আমরা কমিটিগুলোকে বলব, আপনাদের রাজ্যের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে না৷ আপনারা গ্রামে গ্রামে মদের দোকান চাইছেন কি চাইছেন না, সেব্যাপারে রাজ্যকে চিঠি দিয়ে জানান৷ বাংলায় সংখ্যালঘু ভোট রয়েছে প্রায় ৩০ শতাংশ। নির্বাচনে জেতার জন্য এই ভোট যে জরুরি, সেটা শুধু তৃণমূল নয়, সব দলই মানে। অতীতে এই ভোট ধরে রাখতে মরিয়া চেষ্টা চালিয়ে এসেছে বাম শিবির। এখন সেই ভূমিকায় তৃণমূল কংগ্রেস। তবে মদ নিয়ে রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে নাগরিক সমাজের একটা বড় অংশের অসন্তোষকেই হাতিয়ার করে ভোট বাড়াতে চাইছে প্রদেশ কংগ্রেস৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৭:০৫/২৪ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JcRWbz
October 25, 2018 at 01:06AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
মাওবাদী হানায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
07 Oct 20200টিকলকাতা, ৭ অক্টোবর- কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের ঘোষণা মতোই ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মাও...আরও পড়ুন »
ডেমোক্রেসির বদলে বাংলায় মমতাক্রেসি চলছে
06 Oct 20200টিকলকাতা, ৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্লাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...আরও পড়ুন »
বিজেপি নেতা মণীশ খুনের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ
06 Oct 20200টিকলকাতা, ০৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও উত্তপ্ত পরিস্থিতি ব...আরও পড়ুন »
বিজেপি নেতা মনীশ শুক্লার মৃত্যু ঘিরে রণক্ষেত্র বারাকপুর
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় সোমবার সকাল থেক...আরও পড়ুন »
পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে গুলি করে হত্যা
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মণীশ শুক্লা নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.