নাচোলে পৌর ট্যাক্স কমানো’র দাবিতে অটোভ্যান সমিতির মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অটোভ্যান মালিক ও চালক সমিতির উদ্যোগে ৭ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় নাচোল বাসষ্ট্যান্ড মোড়ে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ৭ দফা দাবি নিয়ে বক্তব্য রাখেন, অটোভ্যান মালিক ও চালক সমিতির সভাপতি আলিমুল আনছারি কালু, সাধারণ সম্পাদক বাবুল, সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, এর আগে আমরা ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়র ও নাচোল থানার অফিসার ইনচার্জকে স্মারকলিপি দেয়া হলেও তারা এখন পর্যন্তা কোন উদ্যোগ গ্রহন করেননি। দ্রুত দাবি মেনে না হলে আগামীতে কঠোর আন্দোল গড়ে তোলা হবে বলে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন।
৭ দফা দাবির মধ্যে রয়েছেÑ নাচোল পৌর ট্যাক্স কমানো, বাসষ্ট্যান্ড মোড় থেকে কাঁচা বাজার সরানো, দরিদ্র অটো চালকদের মধ্যে ভিজিএফ সুবিধা প্রদান, রাস্তার উপর অবৈধ দোকানপাট অপসারণ, প্রতিটি মোড়ে মোড়ে নির্ধারিত অটোস্ট্যান্ড ও পৌর এলাকার মধ্যে অবৈধ ভুটভুটি নসিমন চলাচল বন্ধ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক নাচোল/ ৩০-১০-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2OVY6CS

October 30, 2018 at 06:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top