নয়াদিল্লি, ৩০ অক্টোবরঃ বিশ্বের প্রথম ৩ ধনী দেশের মধ্যে একটি হতে চলেছে ভারত। মঙ্গলবার ২৪তম MobiCom কনফারেন্সের মঞ্চে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান মুকেশ আম্বানির দৃঢ় ঘোষণা প্রমাণিত করল, কোনও যুগান্তকারী পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে ভারত। শিল্প বিপ্লব ও বিশ্বের অন্যতম ধনী দেশ হওয়ার এই প্রক্রিয়ায় আরআইএল চেয়ারম্যান ভরসা রাখছেন দেশের লক্ষ লক্ষ টেক-স্যাভি যুব সম্প্রদায়ের উপরেই। তিনি বলেন, ‘ডিজিটাল ভারত গড়ার পথে মাত্র ২৪ মাসেই ভারত বিশ্বে ওয়্যারলেস ব্রডব্যান্ড টেকনোলজি অ্যাডপশনে ১৫৫ তম স্থানে চলে এসেছে।’ তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত ভাবে বলছি, আগামী দু দশকের মধ্যে বিশ্বকে লিড করে ভারত বিশ্ব অর্থনীতিতে পরবর্তী ঢেউ আনতে চলেছে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2CNrqUK
October 30, 2018 at 06:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন