আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

কলকাতা, ৩০ অক্টোবরঃ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত বিস্তৃত হয়েছে শ্রীলঙ্কা পর্যন্ত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করা ঘূর্ণাবর্ত বিস্তৃত হয়ে রয়েছে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওডিশা পর্যন্ত। এর জেরে আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কম হলেও এখনই শীত পড়ছে না বলে জানিয়ে দিয়েছেন আবহাওয়াবিদরা।

সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। উত্তরবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য বেশি থাকবে। কিন্তু বৃষ্টির কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

সোমবার থেকেই কলকাতা ও দুই ২৪ পরগনার একাধিক অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হয়। মঙ্গলবারও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OZPNGi

October 30, 2018 at 06:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top