নয়াদিল্লি, ১ অক্টোবরঃ বসকে বল, উনি ঠিক তোমার ছুটি মঞ্জুর করবেন। স্কুলের অনুষ্ঠানে বাবাকে নিয়ে যাওয়ার জন্য এমনই আবদার ছোট্ট মেয়ের। শেষপর্যন্ত অবশ্য কথা রেখেছেন বাবা। তিনি অবশ্য যে কেউ নন, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। কাজের ফাঁকে হাজির হয়েছিলেন মেয়ের স্কুলে। পরে সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে নিজেই সেকথা জানিয়েছেন। রিজিজুর টুইট, ‘মেয়ে বলল, বাবা স্কুলের অনুষ্ঠানে সবসময় মা যায়। কালকের অনুষ্ঠানে দাদু-দিদা আসবেন। তোমাকেও আসতে হবে। মেয়েকে বলেছিলাম, আমি একটু ব্যস্ত আছি। তবে যাওয়ার চেষ্টা করব। মেয়ে উত্তর দিল, অফিসে গিয়ে বসকে বল মেয়ে স্কুলে যাব। উনি ঠিক তোমাকে ছুটি দেবেন।’
Finally, for the first time I could manage a little moment to attend my daughter's "Grandparents Day" in her school in the absence of any of her grandparents.
She was too excited! pic.twitter.com/GvQI1pOd42— Kiren Rijiju (@KirenRijiju) September 30, 2018
টুইটটি ৬০০-র বেশি বার রিটুইট করা হয়েছে। মন্তব্য করেছেন অন্তত ৩,০০০ জন। তবে রিজিজু ‘বস’কে জানিয়ে ছুটি নিয়েছিলেন কিনা সেটা জানা যায়নি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2P1Yvje
October 01, 2018 at 08:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন