স্টকহোম, ১ অক্টোবরঃ মারণ রোগ ক্যানসারের চিকিত্সায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবার চিকিত্সাবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হল গবেষক জেমস পি অ্যালিসন (৭০) এবং জাপানের গবেষক তাসুকু হোনজো (৭৬)-কে। সোমবার সুইডেনের কারোলিনস্কা ইন্সটিটিউট চলতি বছরের চিকিত্সায় নোবেলজয়ীদের নাম ঘোষণা করেন। ইন্সটিটিউটের তরফে টুইটার বার্তায় বলা হয়েছে, ‘ক্যানসার চিকিত্সায় নবদিগন্ত খুলে গিয়েছে অ্যালিসন ও হোনজোর গবেষণায়। এই দুই গবেষক ক্যানসার চিকিত্সায় নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন রোগ নিরাময় পদ্ধতি আবিষ্কার করেছেন।’
চিকিত্সায় নোবেল পুরস্কার ঘোষণার মাধ্যমে এ বছরের নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে। এরপর পর্যায়ক্রমে মঙ্গলবার পদার্থবিদ্যা, বুধবার রসায়ন, শুক্রবার শান্তি এবং পরের সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এ বছর রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি সাহিত্যের নোবেল পুরস্কার স্থগিত রেখেছে। ২০১৯ সালে সাহিত্য বিভাগে ২০১৮ ও ২০১৯-এর জন্য একসঙ্গে দুটি পুরস্কার দেওয়া হবে। সুইডিশ অ্যাকাডেমির সদস্যদের অর্থনৈতিক ও যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xPRATx
October 01, 2018 at 09:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন