ট্রেন দুর্ঘটনার তদন্তের নির্দেশ, পঞ্জাবে শোক পালন আজ

অমৃতসর, ২০ অক্টোবরঃ দশেরা দেখতে গিয়ে অমৃতসরে ট্রেনে কাটা পড়ে মৃত অন্তত ৬১। আহত অন্তত ৭৪। সরকারিভাবে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনার জেরে পঞ্জাবে একদিনের শোক পালন করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। আজ রাজ্যের সমস্ত দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ অমৃতসরের ধোবিঘাটের কাছে জোড়াফটক এলাকায় রেল ট্র্যাকের পাশে রাবণ দহনের অনুষ্ঠান চলছিল। অমৃতসর ও মানাওয়ালার মাঝে ২৭ নম্বর রেল গেট সে সময় বন্ধ ছিল। তবুও সাধারণ মানুষ সেই গেট পেরিয়ে রেল লাইনের উপর দাঁড়ায়। সেই সময় জলন্ধর সিটি-অমৃতসর ডিএমইউ ৭৪৬৪৩ ওই লাইনে চলে আসে। সেখানে জড়ো হয়েছিল প্রায় হাজার খানেক মানুষ।

আমেরিকা সফরে গিয়েছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি দেশে ফিরছেন তিনি।

রেলের তরফে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে।

মানওয়াড়া রেল স্টেশন হেল্প লাইন নম্বরঃ ০১৮৩-২৮৮০০২৪, ০১৮৩-২৪২৯২৭

ফিরোজপুর হেল্পলাইন নম্বরঃ ০১৬৩২-১০৭২



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AkVnKi

October 20, 2018 at 10:55AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top