নয়াদিল্লি, ২০ অক্টোবরঃ তিব্বতের ইয়ারলুং সাংপো নদীতে বিরাট ধস নেমেছে। ফলে, বাধাপ্রাপ্ত হয়েছে নদীর স্বাভাবিক চলাচল। যেকোনো মুহূর্তে হড়পা বানে ভেসে যেতে পারে অরুণাচল ও অসমের বিস্তীর্ণ এলাকা। চিনের কাছ থেকে এই সাবধানবাণী শোনার পরই কড়া সতর্কতা জারি করা হয়েছে এই দুই রাজ্যে।
অরুণাচল প্রদেশের আপার সিয়াং ও পূর্ব সিয়াংয়ের মধ্য দিয়ে বয়ে গিয়েছে সিয়াং নদী। গতকাল চিনের সেন্ট্রাল ওয়াটার কমিশনের তরফে একটি রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়। রিপোর্টে বলা হয়েছে, ধসের ফলে আটকে গিয়েছে নদীর গতিপথ। আরও বলা হয়েছে, ইয়ারলুং সাংপো নদীতে ধস নেমে একটি হ্রদের সৃষ্টি হয়েছে এবং তার জলস্তর ক্রমশও বাড়ছে। যেকোনও মুহূর্তে বড় মাপের বন্যা হতে পারে। আপার অসমে বিশেষ করে ডিব্রুগড়, ধেমাজি, লাখিমপুর, তিনসুকিয়ায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2R3zB3j
October 20, 2018 at 11:06AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন