রিয়াধ, ২০ অক্টোবরঃ ইস্তানবুলে সৌদি দূতাবাসেই মৃত্যু হয়েছে সাংবাদিক জামাল খাসৌগির। শনিবার সকালে বিষয়টি স্বীকার করেছে সৌদি সরকার। জানানো হয়েছে, দূতাবাসেই কয়েকজনের সঙ্গে হাতাহাতির জেরে মৃত্যু হয়েছে জামালের।
সৌদি বিদেশ মন্ত্রকের তরফে ট্যুইট করে বলা হয়, সরকারের তরফে তদন্ত করে জানা যায়, দূতাবাসের মধ্যে জামাল কয়েকজনের সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এরপর তাদের সঙ্গে জামালের ঝগড়া ও হাতাহাতি শুরু হয়। তার জেরেই জামালের মৃত্যু হয়েছে জামালের।
এই ঘটনার জেরে বরখাস্ত করা হয়েছে দূতাবাসের পাঁচজন আধিকারিককে। গ্রেফতার করা হয়েছে ১৮ জনকে। বরখাস্ত হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনের উপদেষ্টা সউদ আত-কাহতানি ও ডেপুটি ইন্টেলিজেন্স প্রধান মেজর জেনেরাল আহমেদ আল-আসিরি।
২ অক্টোবর থেকে খাসৌগির খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর সৌদি আধিকারিকদের তরফে দাবি করা হয়েছিল, জামাল দূতাবাস থেকে নিজেই চলে যান। কোথায় গিয়েছেন কেউ জানেন না।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2q3y2XK
October 20, 2018 at 11:16AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন