কলকাতা, ০৩ অক্টোবর- প্রাথমিকের টেট নিয়ে অবশেষে জটিলতা কাটার পথে৷ বুধবার এ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়৷ বিচারপতির রায়, টেটে ভুল প্রশ্ন করা হয়েছে অভিযোগ তুলে যাঁরা মামলা করেছিলেন, সেই পরীক্ষার্থীদের ভুল প্রশ্নে পুরো নম্বর দিতে হবে৷ তাঁদের চাকরি দিতে হবে তিনমাসের মধ্যে৷ প্রসঙ্গত, ২০১৫ সালে টেটের প্রশ্নপত্র নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল৷ ১১টি প্রশ্ন ভুল বলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ৫০০ পরীক্ষার্থী৷ মামলা হয়েছিল ২০১৭ সালে৷ বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বিশ্বভারতীর উপাচার্যকে দিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করান৷ সেই কমিটি গত ১৯ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট জমা দেয়৷ তাতে তারা ৬টি প্রশ্নকে ভুল বলে উল্লেখ করে৷ বুধবার ওই কমিটি চূড়ান্ত রিপোর্ট দেয়৷ সেই রিপোর্টে বলা হয় সাতটি প্রশ্ন ভুল৷ ওই রিপোর্ট দেখার পরই বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় মামলার নিষ্পত্তি করেন৷ রায় দেন, ওই সাতটি প্রশ্নের পূর্ণ নম্বর দিতে হবে৷ আর যে পাঁচশো জন মামলা করেছেন, তাঁদের আগামী তিন মাসের মধ্যে চাকরি দিতে হবে৷ ওয়াকিবহাল মহলের মতে, প্রাথমিক টেট নিয়ে জটিলতা রয়েই গেল৷ কারণ, ২০১৫ সালের ১১ অক্টোবর হওয়া ওই পরীক্ষায় বসেছিলেন প্রায় ৩০ লক্ষ চাকরিপ্রার্থী৷ ফলে বাকিরা কেন ভুল প্রশ্নের জন্য চাকরি থেকে বঞ্চিত হবেন, সেই প্রশ্ন উঠবে৷ এবার তাঁরাও যদি মামলার পথ ধরেন৷ তাহলে নতুন করে জটিলতা তৈরি হতে পারে৷ তথ্যসূত্র: কলকাতা২৭৭ একে/০৬:২০/০৩ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Ni2lD6
October 04, 2018 at 12:18AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top