স্টকহোম, ৩ অক্টোবরঃ ২০১৮ সালের রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন বিজ্ঞানী ফ্র্যান্সেস এইচ আর্নল্ড, জর্জ পি স্মিথ এবং স্যার গ্রেগরি পি উইন্টার। বুধবার এই ঘোষণা করেছে নোবেল কমিটি। প্রথম দু’জন মার্কিন নাগরিক। বিজ্ঞানী উইন্টার ব্রিটিশ।
মানব শরীরের এভোলিউশন অব এনজাইম বা উৎসেচকের বিবর্তন তত্ত্বের জন্য নোবেল সম্মান পেয়েছেন এই তিন বিজ্ঞানী। এই উৎসেচকগুলির রোগ প্রতিরোধকারী ভূমিকাও তুলে ধরেছেন বিজ্ঞানীরা। নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে, ‘এই বছরের নোবেল বিজয়ীরা বিবর্তনকে নিয়ন্ত্রণের মাধ্যমে মানবজাতির সর্বোচ্চ উপকার করেছেন।’
জানা গিয়েছে, তিন বিজ্ঞানীর মধ্যে ৯০ লক্ষ সুইডিশ ক্রোনর (৭ কোটি ৩৩ লক্ষ) মূল্যের আর্থিক পুরস্কার ভাগ করে দেওয়া হবে। এরমধ্যে অর্ধেক অর্থ পাবেন বিজ্ঞানী আর্নল্ড। বাকি অর্থ স্মিথ ও উইন্টারের মধ্যে সমানভাবে ভাগ হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DRdrzm
October 03, 2018 at 06:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন