চট্রগ্রাম, ২৬ অক্টোবর- জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেই ছিলেন না। প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে জেতালেও তাই প্রথম দুই ওয়ানডেতে সুযোগ হয়নি সৌম্য সরকারের। তৃতীয় ওয়ানডের আগে হঠাৎ তাকে নিয়ে আসা। আসলেন, দেখলেন, জয় করলেন। সিরিজের তৃতীয় ওয়ানডেতে সুযোগ পেলেন। সেঞ্চুরি দিয়েই প্রত্যাবর্তনটা উদযাপন করলেন সৌম্য সরকার। ফেরার ম্যাচ, দেখেশুনে খেলার কথা। কোথায় কি! সৌম্য খেললেন একদম নিজের মতো, সেই বিধ্বংসী ব্যাটিং। ৮১ বলেই সেঞ্চুরি ছুঁলেন সৌম্য। যেটি তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয়। সেঞ্চুরির পথে চারটি ছক্কা হাঁকিয়েছেন বাঁহাতি এই ড্যাশিং ওপেনার। চার মেরেছেন ৯টি। সৌম্যর সেঞ্চুরি মানেই বিধ্বংসী ব্যাটিংয়ের পসরা। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা করেছিলেন পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে। সেটাও ছিল মাত্র ৯৪ বলে। এবার করলেন ৮১ বলে। ৯২ বলে ১১৭ রানে আউট হন সৌম্য। ৯টি চারের পাশে হাঁকিয়েছেন ৬টি ছক্কা। সেঞ্চুরির পর সিকান্দার রাজার এক ওভারেই দুটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তথ্যসূত্র: জাগো নিউজ২৪ আরএস/ ২৬ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Roj0Yj
October 27, 2018 at 03:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top