চট্রগ্রাম, ২৬ অক্টোবর- জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ২৮৭ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় টাইগাররা। তবে ধাক্কা সামলে পাল্টা আক্রমণাত্বক ব্যাটিং করেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার। এই দুজনের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। সৌম্য সেঞ্চুরি তুলে আউট হওয়ার পর শতক তুলে নেন ইমরুল কায়েস। জিম্বাবুয়ের পেসার জারভিসের করা ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই লেগ বিফোরের শিকার হন বাংলাদেশের ওপেনার লিটন দাস। এরপরই ব্যাট হাতে জ্বালে উঠেন কায়েস-সৌম্য জুটি। সৌম্যর সেঞ্চুরির পর শতক রান পূর্ণ করেন কায়েস। ৯৯ বলে ১০০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই টাইগার ব্যাটসম্যান। তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/ ২৬ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OTuvKq
October 27, 2018 at 03:41AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন