চট্রগ্রাম, ২৬ অক্টোবর- সিরিজের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বোলারদের যেন পাড়ার বোলার বানিয়ে ফেলেছিলেন দুই টাইগার ব্যাটসম্যান ইমরুল কায়েস ও সৌম্য সরকার। তাদের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের পথেই রয়েছে বাংলাদেশ। এরই মধ্যে দুই বাহাতি ব্যাটসম্যান থেকে সৌম্য সেঞ্চুরি করেছেন। তিনি ৯২ বলে ৯টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ১১৭ রান করে মাসাকাদজার বলে তিরিপানোর হাতে ক্যাচ দিয়ে আউট হন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ ওভারে ২উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৩৫ রান। ইমরুল ৯৭ ও মুশফিক ৪ রানে অপরাজিত আছেন। এর আগে, ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই লিটনের ফিরে যাবার পর ঝড় তুলেছে ইমরুল ও সৌম্য। দলীয় কোনো রান না হতেই জারভিসের বলে এলবিডব্লিউ ফাঁদে পড়ে রানের খাতা খোলার আগেই ফিরে যান লিটন।লিটন চলে যাবার পর সৌম্যকে সাথে নিয়ে ২৮৭ রানের লক্ষ্যে ঝড় তুলেছে এই দুই টাইগার ব্যাটসম্যান। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ৬ রানের মাথায় দুই উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। সেখান থেকে দলকে টেনে তোলেন ব্রেন্ডন টেইলর ও শন উইলিয়ামস। টেইলর ও উইলিয়ামসের ব্যাট থেকে আসে ১৩২ রানের পার্টনারশিপ যা জিম্বাবুয়েকে ঘুরে দাঁড়াতে ভিত্তি গড়ে দেয়।শন উইলিয়ামসের দুর্দান্ত সেঞ্চুরিতে শেষ ম্যাচে ২৮৬ রান করে জিম্বাবুয়ে। সুতরাং বাংলাদেশকে জিততে হলে ২৮৭ রান করতে হবে। শন উইলিয়ামস ১৪৩ বল খেলে ১০ চার ও ১ ছয়ে ১২৯ রান করে অপ্ররাজিত থাকেন। জিম্বাবুয়ের শিবিরে প্রথম আঘাত হানেন বাংলাদেশি অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ইনিংসের ২য় ওভারের ৩য় বলে বোল্ড আউট হয়ে সাজ ঘরে ফিরে যান কেফা জুহওয়ো। তিনি করেন শূন্য রান। বাংলাদেশি অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের পর জিম্বাবুয়ের শিবিরে দ্বিতীয় আঘাত হানেন পেসার আবু হায়দার রনি। তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারের ৪র্থ বলে বোল্ড আউটের শিকার হন জিম্বাবুয়ে ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা। তিনি করেন ২ রান। নাজমুল ইসলাম অপুর বলে ৭৫ রান করে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে টেইলর সাজ ঘরে ফিরেন। আউট হবার আগে টেইলর ৭২ বলে ৮টী চার ও ৩টি ছয় মেরে এই রান করেন। জিম্বাবুয়ে শিবিরে চতুর্থ আঘাত হানেন অপু।সিকান্দার ৫১ বলে ২টি চার ও ১ টি ছয়ে ৪০ রান করেন। অপুর বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে আউট হন সিকান্দার। দলীয় ২৮৪ রানে পিটার মুরকে রান আউট করে সাজ ঘরে পাঠিয়ে দেন আরিফুল হক। মুর ২১ বলে ২ ছয়ে ২৮ রান করেন। এর আগে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন, গাজী টিভি, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান। তিনটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ। ফজলে রাব্বী, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার, আরিফুল হক ও আবু হায়দার রনি। এদিকে এ ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে দল সাজিয়েছে মাসাকাদজার দল। তেন্ডাই চাতারা ও ব্র্যান্ডন মাভুতার পরিবর্তে দলে ফিরেছেন রিচার্ড নগারভা, ওয়েলিংটন মাসাকাদজা। বাংলাদেশ একাদশ:লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, আবু হায়দার রনি এবং নাজমুল ইসলাম। জিম্বাবুয়ে একাদশ:হ্যামিল্টন মাসাকাদজা, কেফা জুহওয়ো, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, এলটন চিগুম্বুরা, ওয়েলিংটন মাসাকাদজা, ডোনাল্ড তিরিপানো, কাইল জারভিস এবং রিচার্ড নগারভা। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৮ রানে জয় পায় বাংলাদেশ। চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডে ৭ উইকেটে জিতে নিয়ে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। সূত্র: পূর্বপশ্চিম এইচ/২১:৪২/ ২৬ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Ri7RIf
October 27, 2018 at 03:43AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন